দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০১:৩৯

আইনসচিব পদে পরিবর্তন

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. গোলাম সারওয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে একই বিভাগে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব মো. গোলাম রব্বানী।

আজ রোববার পৃথক দুটি আদেশে এ সিদ্ধান্ত জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনসচিবের দায়িত্ব পাওয়া গোলাম রব্বানী ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। এরপর ২০১৬ সালের ৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান। তিনি বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা। আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব হিসেবে যোগদানের আগে তিনি চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী