দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:২৭

সাজা মওকুফ, আমিরাত থেকে দেশে ফিরেছেন ১৪ জন

আরব আমিরাত থেকে দেশে ফেরা বাংলাদেশিরা। আজ রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করার পর আজ শনিবার রাতে ১৪ জন দেশে ফিরেছেন। এর মধ্যে ২ জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এবং ১২ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। এ ঘটনায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাঁদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান। এর আগে মুহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর আজ রাতে প্রথম আলোকে বলেন, ক্ষমা পাওয়া ব্যক্তিদের ১২ জন বাংলাদেশি আজ শনিবার রাতে এয়ার অ্যারাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। বাকি দুজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট