দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৩৮

তরুণ প্রজন্মের মাধ্যমেই দেশ বৈষম্যহীন হবে: ইফতেখারুজ্জামান

দেশসেবা লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ঢাকা, ০৭ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল লক্ষ্যে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। তরুণ প্রজন্মের মাধ্যমেই ভবিষ্যতে দেশটা হবে বৈষম্যহীন সমাজ, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘দেশসেবা লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। ‘এইচঅ্যান্ডএইচ ফাউন্ডেশন’ এবং ‘পাবলিক স্পিকিং অফিশিয়াল’ নামের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৪টি জনসেবামূলক প্রতিষ্ঠান এবং ৫৪ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে সম্মানিত করা হয়।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘আমরা যে কর্তৃত্ববাদের পরাজয় দেখলাম, তার মূলে ছিল দুর্নীতি ও দুঃশাসন। জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়াই ছিল তাদের উদ্দেশ্য। যেখানে জনগণের কাছে কোনো জবাবদিহি ছিল না। ছিল প্রশাসনে দলীয়করণ ও পরিবারতন্ত্রের ছড়াছড়ি। আর এগুলোর প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের চড়াই–উতরাই পার হতে হয়েছে। আর এসবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করেছিল।’

অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘এই দুর্যোগের সময় আমাদের দেশের তরুণেরা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। আজকে কাজের স্বীকৃতি হিসেবে যে ১৪টি প্রতিষ্ঠান স্বীকৃতি পেল, তা জাতির পক্ষ থেকে সামান্য। আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাব, জাতির যেসব চ্যালেঞ্জ আসবে, তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মিজান রহমান, এসএস গ্রুপের নির্বাহী পরিচালক আমান উল্লাহ। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে এসএস গ্রুপ। পরিচালনা করেন এম সাফাক হোসেন ও ‘পাবলিক স্পিকিং অফিশিয়ালের’ প্রতিষ্ঠাতা সোলায়মান আহমেদ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট