দ্যা নিউ ভিশন

এপ্রিল ৯, ২০২৫ ০০:০৫

ডেঙ্গু জ্বর বাড়ছে, মৃত্যুর সংখ্যা ৩ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪০৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১১৭ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে ৩৬ জন, খুলনা বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মৃত তিনজনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ হাজার ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পেয়েছেন, ফলে মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬০৩ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী