দ্যা নিউ ভিশন

মার্চ ৩১, ২০২৫ ১৫:৪৭

চলতি বছরেই পাচার হওয়া কয়েকশ’ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

এ বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশ’ কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের; শিগগিরই যা অধ্যাদেশ আকারে জারি হবে।

ডক্টর সালেহ উদ্দিন বলেন, অর্থ ফেরত আনতে প্রায় ২০০ টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩০ টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে সরকার।

আগামী মাসেই এ নিয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী