দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৫৯

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

নারীদের নিরাপত্তা দিতে না পারা সরকারের জন্য লজ্জার বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম বলেন, নারীর পোশাক নিয়ে কথা উঠবে এমনটা চাই না; সবাই নিজের পছন্দমতো পোশাক পরবে সেটি নিশ্চিত করতে হবে।

সাবেক আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান খান বলেন, ঢাবি শিক্ষার্থীকে পোশাকের কারণে লাঞ্ছনাকারীর বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়া হোক। এসময়, ধর্ষকদের দ্রুত বিচারে আইন সংশোধনের আহ্বানও জানান বক্তারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী