দ্যা নিউ ভিশন

মার্চ ১০, ২০২৫ ১৩:৩৬

৪ মন্ত্রণালয়-প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করতে নির্দেশ প্রধান উপদেষ্টার

অগ্রাধিকার ভিত্তিতে চারটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ও নাগরিক সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভূমি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে এই নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সেবা সহজ করতে মন্ত্রণালয়গুলোর মধ্যকার ডেটার আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিতের ওপরও জোর দিয়েছেন।

জানা গেছে, এরইমধ্যে মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কর্মপদ্ধতি অটোমেশন করা, শতভাগ ইলেক্ট্রনিক ফাইল ব্যবহার ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত ও ডিজিটাল সিগনেচার ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া, ম্যানুয়ালি ফর্ম ফিলাপের পরিবর্তে সিকিউর এপিআইয়ের মাধ্যমে ডেটা আদান প্রদানের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশের মন্ত্রণালয়গুলো নিজস্ব ডিজিটাল সিস্টেম তৈরির মাধ্যমে বেশকিছু সাইলো তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সাইলোগুলোর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তিন মাসের মধ্যে প্রধান কিছু মন্ত্রণালয়ে পাইলট প্রোগ্রাম বাস্তবায়নের চেষ্টা করা হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

খালেদা জিয়া হেঁটে জেলে গেছেন, স্বৈরাচার নির্যাতন করে হুইলচেয়ারে বসিয়ে দিয়েছে: ইকবাল হাসান মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, ফ্যাসিস্ট