দ্যা নিউ ভিশন

নারীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি সরকার: সারজিস

সারজিস আলম

নারীদের জন্য যতটা নিরাপত্তা দরকার ছিল, অন্তর্বর্তী সরকার ততটা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৮ মার্চ) বিকেলে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা ও ধর্ষণের প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের সামনে সারির মেয়েরা রাজনীতিতে আসার পর তাদের নিয়ে অপপ্রচার চালানো হয়। জনপরিসর থেকে সামাজিক মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যাতে কোন বিশ্বাস মেয়েদের ওপর চাপিয়ে দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন তিনি।

এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারন জনগণ সরকারকে ব্যর্থ বলে ধরে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ