মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
চিকিৎসক জানান, শিশুটির গলায় আঘাতের পরিমাণ বেশি। তার শারীরিক সুস্থতার প্রতি গভীর মনোযোগী কর্তব্যরত চিকিৎসকরা। শিশুটিকে গত শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়। ৪৮ ঘণ্টা রাখা হয় পর্যবেক্ষণে।
উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে পরিবারের। শিশুটির মা গণমাধ্যমকে জানিয়েছেন, তিন জন মিলে পাশবিক নির্যাতন করেছে।
এ ঘটনায় এরইমধ্যে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তাদের আজ শনিবার আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন মাগুরা পুলিশ। তবে স্বজনরা ঢাকায় থাকায় এখনও কোনো মামলা হয়নি।
এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশুটি।