দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:৩২

নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের কঠোর পদক্ষেপ নেই: আনু মুহাম্মদ

স্বৈরাচার হটাতে জাতীয় ঐক্য হয়েছিল। কিন্তু নারীর অধিকার রক্ষা ও সহিংসতা রোধে ঐক্য হয়নি। নারীর প্রতি সহিংসতা রোধ বা এর বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ।

শনিবার (৮ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী দিবস উপলক্ষ্যে ‘নারী মুক্তি: অভ্যুত্থান পরবর্তী’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আনু মুহাম্মদ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার কোনো চেষ্টা করছে না। নারী মুক্তি ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না।

এ সময় বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সংঘবদ্ধভাবে নারী বিদ্বেষী তৎপরতা কাজ করছে। অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে রাজনীতিতে নারীদের সংঘঠিত হতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও মব ভায়োলেন্সের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ সময় বিভেদ ভুলে নারীর প্রতি সহিংসতা ও মবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী