দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:৩১

বেসরকারি নিরাপত্তা কর্মীদের দেয়া হলো গ্রেফতারের ক্ষমতা

ঈদে আবাসিক এলাকা ও শপিংমলগুলোর নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি কর্মীরা পুলিশের সহযোগী ‘অক্সিলিয়ারি ফোর্স’ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এক্ষেত্রে বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানকে গ্রেফতারের অনুমতি দেয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকবে। এক্ষেত্রে পুলিশের সহযোগী হিসেবে বেসরকারি নিরাপত্তাকর্মীরা কাজ করবে।

মব জাস্টিস নিয়ে তিনি বলেন, কারও বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে। আইন হাতে তুলে নেয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

এ সময় ঈদে বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে খেয়াল রাখার অনুরোধও জানান তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী