দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৯:৫৫

১০ মার্চের মধ্যে সারাদেশে বই পৌঁছে যাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা

১০ মার্চের মধ্যে সারাদেশের সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিদায়ী উপদেষ্টা এ তথ্য জানান।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, অত‍্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সব বিশ্ববিদ‍্যালয়, স্কুল কলেজে অস্থির অবস্থা ছিলো। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সেখান থেকে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

বিদায়ী এ উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার ছিলো কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে দুই-তিন বছর স্থির থাকা ভালো জানিয়ে তিনি বলেন, এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী