দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২২:২৭

প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

শনিবার (১ মার্চ) তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। রোববার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতেই প্রথম তারাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বেশিরভাগ মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে এসেছে ছোটরাও।

প্রথম রোজার তারাবির নামাজ আদায়ে এশার নামাজের আগেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে শুরু করেন। বায়তুল মোকাররমসহ ঢাকার বেশিরভাগ মসজিদে এ চিত্র দেখা যায়। কোথাও কোথাও জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে চট বিছিয়ে নামাজ আদায় করেন।

বেশিরভাগ মসজিদের প্রবেশমুখে দেখা গেছে অস্থায়ী আতর ও টুপির দোকান, যেখানে নামাজে অংশ নিতে আসা অনেকে আতর কিনছেন ও পরিচিতদের দিচ্ছেন। যা কিছুটা হলেও ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদতের এই মাসের আমেজ এনে দেয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী