দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:৩১

রমজান মাস সরকারের জন্য বড় পরীক্ষা: এবি পার্টি চেয়ারম্যান

বাজার সিন্ডিকেট ভেঙে সুন্দর রমজান দিতে না পারলে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। এই মাসেই সক্ষমতার প্রমাণ দিতে হবে। এটি সরকারের জন্য বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১ মার্চ) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিবছর রমজানে একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা বাজার নিয়ন্ত্রণ করে জিনিসপত্রের দাম বাড়ায়। চক্রটি সরকারের ভেতরে থেকে কাজ করে। তবে এবার কোনো দলীয় সরকার নেই। তাই এই রমজানে সেরকম কিছু ঘটবে না বলে আশা করছি। এ সময় বাজার সিন্ডিকেট ভেঙে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, যানজটের ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। এটির কারণে হাজার হাজার মানুষকে রাস্তায় ইফতার করতে হয়। সব জায়গা থেকে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন, এই দেশের তরুণরা রাজনীতিবিমুখ হয়ে গিয়েছিল। এখন তারা আবারও ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরছে। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। নতুন যে স্বপ্নের কথা বলা হচ্ছে, তা প্রমাণ করে দেখাতে হবে। অন্যথায় জাতি হতাশ হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী