দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০১:৩০

ছিনতাইকারী সন্দেহে আটকের পর আইন হাতে তুলে না নেয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

ঢাকা শহরে চলমান ছিনতাইয়ের দৌরাত্ম দমনে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীকে সম্মিলিতভাবে ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তবে ছিনতাইকারী সন্দেহে কাউকে আটক করা হলেও আইন হাতে তুলে নিতে নিষেধ করেছেন তিনি। প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

সাজ্জাত আলী বলেন, শহরে অপরাধ দমন করার উদ্দেশে আজকেও বিভিন্নস্থানে ব্লক রেড করা হয়েছে। শহরের ৬৫টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ঢাকা উদ্দ্যান থেকে সন্ত্রাসী টোংগা বাবুকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সব অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয়া সম্ভব না। শুধুমাত্র ঢাকা উদ্যানের সব অলিগলিতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা অপরাধ দমনের চেষ্টা করে যাচ্ছি। চিহ্নিত সন্ত্রাসীদের আটকানোর চেষ্টাও চলমান রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী