দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ০৩:৪৮

তত্ত্বাবধায়ক আমলে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর, সরকারি কর্ম-কমিশনের মাধ্যমে ৩২৭ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ নিয়ে বির্তক উঠলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়।

পরবর্তীতে, এর বিরুদ্ধে চাকরিচ্যুতরা মামলা করলে, ২০১০ সালে ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেয়। কিন্তু, রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিল মঞ্জুর করে ২০২২ সালের ১ সেপ্টেম্বর, ৮৫ জনের চাকরি পুনর্বহালের রায় বাতিল করা হয়।

২০২৩ সালে পৃথক ৫টি আবেদনে আপিল বিভাগে রায় পুর্নবিবেচনার আবেদন করেন চাকরিচ্যুতরা। আজ সেই রিভিউ আপিলে চাকরি পুনর্বহালের আদেশ দিলেন বিচারক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী