গাজীপুরের শ্রীপুরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার এক চিঠিতে তাঁদের অব্যাহতি দেওয়ার কথা জানায় জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মশিউর রহমান (নয়েছ) এবং উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ গণি (মৈশাল)। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক মাদবরকে সহযোগিতা করার অভিযোগ ওঠে। সিরাজুল হক মাদবর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
আওয়ামী লীগের ওই নেতাকে সহায়তার অভিযোগে গত ২৫ আগস্ট ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা বিএনপি। ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা ছিল। কিন্তু জবাব দেওয়ার তিন দিন বাকি থাকতেই তাঁদের অব্যাহতি দেয় জেলা বিএনপি।
জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপের স্পষ্ট প্রমাণ থাকায় তাঁদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতিপত্র জেলা বিএনপির সভাপতি ফজলুল হক (মিলন) ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান অনুমোদন দিয়েছেন।