দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১৩:১৪

ইউপি চেয়ারম্যানকে সহায়তা, শ্রীপুরে বিএনপির ২ নেতাকে অব্যাহতি

অব্যাহতি পাওয়া বিএনপি নেতা মো. মশিউর রহমান (বাঁয়ে) ও এম এ গণি। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার এক চিঠিতে তাঁদের অব্যাহতি দেওয়ার কথা জানায় জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মশিউর রহমান (নয়েছ) এবং উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ গণি (মৈশাল)। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক মাদবরকে সহযোগিতা করার অভিযোগ ওঠে। সিরাজুল হক মাদবর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী