দ্যা নিউ ভিশন

ফেব্রুয়ারি ২২, ২০২৫ ০৯:৪৪

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ পররাষ্ট্র উপদেষ্টার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে বাংলাদেশ ও ভারত সম্মত। শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। এ সময় ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ নিয়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছে তা নিয়ে কিছু করার নেই বলেও জানান তিনি।

সম্প্রতি ওমানের রাজধানীতে মাস্কটে ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে’ যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সম্মেলনের সাইডলাইনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা চ্যালেঞ্জ এবং উত্তরণের ব্যাপারে কথা বলেন তারা।

প্রসঙ্গত, গত ৫ আগস্টে পট পরিবর্তনের পর ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। সেই বৈঠকের পর সম্পর্কের টানাপোড়েন কাটবে বলে ধারণা করা হলেও তা হয়নি। বরং সীমান্ত হত্যাসহ নানা ইস্যুতে উত্তেজনা বেড়েছে।

এদিকে, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিলেও জবাব পায়নি বাংলাদেশ। পাশাপাশি ভারতে থেকে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ