আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই। এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরির্দশন শেষে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দু একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। পুলিশের পুলিশ সদস্যদের মনোবল বাড়ছে।
তিনি আরও বলেন, শহীদ মিনারের বেদিতে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত ১২টা থেকে পরে অন্যদিকে জনসাধারণকে আসতে হবে রাত ১২:৪০ মিনিটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেইট খোলা থাকবে।
এদিকে, আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত করা হবে। রাত ১২ টা ০১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু হবে।