দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৬:০৭

রমজানে খাদ্যপণ্য সুলভ ও বিনা মূল্যে দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা

জেলা প্রশাসক সম্মেলনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশনে বক্তব্য দেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আগামী মার্চ ও এপ্রিল মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে ৫০ লাখ পরিবারকে তা দেওয়া হবে। পাশাপাশি ঈদের সময় এক কোটি পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।

খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিবেশনে উপদেষ্টা পবিত্র রমজান মাসে খাদ্যপণ্য সুলভ মূল্যে এবং বিনা মূল্যে বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, রোজার মাসে প্রায় ৭ লাখ টন খাদ্যপণ্য বিতরণ করা হবে। এ ছাড়া টিসিবির মাধ্যমে আরও ৫০ হাজার টন করে দুই মাসে এক লাখ টন চাল বিতরণ করা হবে। ওএমএসের মাধ্যমে ৫০ হাজার টন করে আরও এক লাখ টন বিতরণ করা হবে।

এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যাপক সহায়তা করবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আরও বলেন, বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে, কিন্তু মূল তদারকি করবেন ডিসিরা। ঢাকা মেট্রোপলিটনে ১২২টি কেন্দ্র এবং ৭০টি ট্রাক আছে। খাদ্য বিভাগ, ম্যাজিস্ট্রেটও থাকবে বিতরণ কার্যক্রম তদারকির জন্য।

ভূমি ব্যবস্থাপনা নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। প্রধান উপদেষ্টা চান গোটা দেশ ডিজিটাল ব্যবস্থায় আসুক।’ পর্যায়ক্রমে মানুষের সমস্য দূর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী