দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১৪:২২

ঢাকার বিভিন্ন রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ

ঢাকার আগারগাঁও তালতলা বাজারের সামনের সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকদের অবরোধ। সকাল ১০টার দিকে

ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনির আখড়া, ধোলাইপাড়, আগারগাঁওসহ বিভিন্ন রাস্তায় অবরোধ চলছে।

আজ রোববার সকাল ৬টার পর থেকে তাঁরা অবস্থান নেওয়া শুরু করেন। পরে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

জাতীয় সংসদ ভবনের সামনে মানুষকে যানবাহনের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস, আদালত, স্কুল, কলেজ খোলা। ফলে বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

ফার্মগেট, বিজয় সরণি, শ্যামলী এলাকায় সকাল আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশাগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চালকেরা কোনো যাত্রী নেননি।

সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে মামলা এবং জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার প্রতিবাদে তাঁরা সড়কে নেমে অবরোধ করেছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুলিশকে এই নির্দেশনা দেয়। সড়ক পরিবহন আইনে ভাড়াসংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

পুলিশের রামপুরা থানার দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রাকিবুল হুদা প্রথম আলোকে বলেন, সকাল থেকে বনশ্রীর বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করার কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান সকাল সোয়া ৯টার দিকে প্রথম আলোকে বলেন, মিরপুরে বিআরটিএর কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছিল সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। তাঁদের সঙ্গে কথা বলে দাবিগুলোর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী