দ্যা নিউ ভিশন

এপ্রিল ৬, ২০২৫ ০৭:১৭

৮ ইউনিটের চেষ্টায় ইসলামবাগের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ইসলামবাগের একটি ভবনে লাগা অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে ইসলামবাগে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দশ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ শুরু করে। এরপর হাজারীবাগ, পলাশী ও সিদ্দিক বাজার থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে সরেজমিন দেখা গেছে, টিনশেডের কয়েকটি ঘর ও ছোট্ট ছোট্ট কয়েকটি দোকান পুড়ে গেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী