দ্যা নিউ ভিশন

এপ্রিল ৬, ২০২৫ ০৭:২৫

বইমেলায় লোক বাড়ছে, বিক্রি বাড়ছে না

ছোট্ট শিশুকে কোলে নিয়ে অমর একুশে বইমেলায় এসেছেন এই ব্যক্তি। শিশুটি তার পছন্দের বই নেড়েচেড়ে দেখছে। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে

অমর একুশের বইমেলার মেয়াদের এক-তৃতীয়াংশের বেশি সময় পেরিয়ে গেল। কিন্তু এবার বিক্রি নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না প্রকাশকেরা। মেলার শুরুর দিন থেকেই লোকসমাগম ছিল প্রচুর। সে কারণে যথেষ্ট বিক্রি হবে, এমন আশা ছিল তাঁদের।

গতকাল মঙ্গলবারও মেলা চত্বরে নানা বয়সের লোকসমাগম প্রচুর দেখা গেল। পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠান আহমদ পাবলিশিং হাউসের ব্যবস্থাপক শাহ আলম বললেন, মেলায় যত মানুষ আসে, তার শতকরা দুজনও বই কেনেন না। তা ছাড়া বিশেষ এক শ্রেণির পাঠক এবার মেলায় আসছেন না। ক্রেতার একটা বড় অংশ ছিলেন তাঁরা।

নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের আগে প্রকাশিত বই স্টলে রাখায় সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টলে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। গতকাল স্টলটির ঝাঁপ বন্ধ দেখা গেছে। এ সম্পর্কে বাংলা একাডেমির সচিব ও বইমেলার টাস্কফোর্সের আহ্বায়ক ড. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, একাডেমির তরফ থেকে স্টল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টলটি বন্ধ করে দিয়েছিল। এর পর থেকে বন্ধ আছে। বিষয়টি তদন্তের জন্য একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে আহ্বায়ক ও একাডেমির প্রেসের ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে সদস্যসচিব করে সাত সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে। প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বেচাকেনা কম হলেও নতুন বই প্রকাশের কমতি নেই। গতকাল ৯১টি নতুন বইয়ের নাম এসেছে মেলার তথ্যকেন্দ্রে। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে বাঙ্গালা গবেষণা এনেছে আবুল কাসেম ফজলুল হকের প্রবন্ধ আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা, মাওলা ব্রাদার্স এনেছে মশিউল আলমের সঞ্চায়ন ও অনুবাদে বিষয় দস্তইয়েফ্‌স্কি, প্রথমা এনেছে আবুল বাসারের বিজ্ঞানভিত্তিক বই আবিষ্কারের কাহিনি, ঐতিহ্য এনেছে আনোয়ারা সৈয়দ হকের আত্মজৈবনিক দহসী জীবন, চৈতন্য এনেছে পার্থ প্রতীম নাথের পরিবেশবিষয়ক প্রবন্ধ রাতারগুলের ছাতা, আহমদ পাবলিশিং হাউস এনেছে মাহমুদুর রহমানের মোগল সম্রাটদের নিয়ে ঐতিহাসিক উপন্যাস মোগলনামা, অভিযান এনেছে সঞ্জয় দেওয়ানের কবিতা জলের ক্যালিগ্রাফি, আগামী এনেছে ফরহাদ মজহারের কবিতা আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে, অনুপম এনেছে মৃত্যুঞ্জয় রায়ের জীববিজ্ঞানবিষয়ক সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য, ময়ূরপঙ্খি এনেছে শিশুতোষ গল্প আমি সত্য কথা বলতে চাই, জাগৃতি এনেছে আফজাল হোসেনের উপন্যাস কারিন।

প্রথমার স্টলে কাল উপন্যাসের বিক্রি বেশি ছিল। ব্যবস্থাপক জাকির হোসেন জানালেন, আসিফ নজরুলের বেকার দিনের প্রেম, বিশ্বজিৎ চৌধুরীর আশালতা, সুমন্ত আসলামের অর্ধেক তুমি অর্ধেক বনলতা সেন উপন্যাসসহ মঈনুস সুলতানের ভ্রমণ কাবুলের ক্যারাভান সরাই ও জাফর আলম অনূদিত মীর্জা গালিবের সিপাহী বিদ্রোহের রোজনামচা দস্তাম্বুও ভালো চলেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী