দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০১:২৩

নওগাঁয় ১৬ বছর পর প্রকাশ্যে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শোভাযাত্রা। আজ শহরের কাজীর মোড় এলাকায়

নওগাঁয় ১৬ বছর পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কাজীর মোড় থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ শাখার সভাপতি সারোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি আবদুর রাকিবসহ জেলার বিভিন্ন পর্যায়ের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সেক্রেটারি আবদুর রাকিব বলেন, ‘এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে, সেখানে তারা সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে। সর্বশেষ ২০০৯ সালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ১৬ বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি।’

সংগঠনটির শাখা সভাপতি সারোয়ার হোসাইন বলেন, ‘আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্রশিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। সীমাহীন প্রতিকূলতার মধ্যেও আমাদের অবস্থানও সুদৃঢ়।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী