দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৪:৪৮

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। আজ বুধবার দুপুরে

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার আখেরি মোনাজাত। আজ বুধবার দুপুরে বাংলাদেশি মাওলানা জোবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেন। এর মাধ্যমেই শেষ হলো মাওলানা জোবায়েরের অনুসারীদের এবারের ইজতেমা।

এর আগে আজ ফজরের নামাজের পর ভারতের শীর্ষ মুরব্বি মো. ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিন বা শেষ দিনের ইজতেমার কার্যক্রম। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আমানুল হক। এরপর নসিহতমূলক বয়ান অনুষ্ঠিত হয়। এ বয়ান শেষে দুপুর ১২টা ৯ মিনিটে মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় ১২টা ২৮ মিনিটে।

প্রথম ধাপের মতো এবারও মোনাজাতে অংশ নিয়েছেন রাজধানী ঢাকা, তার আশপাশের এলাকাসহ দূরদূরান্তের হাজারো মুসল্লি। মোনাজাতে মাওলানা জোবায়ের দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এ সময় মোনাজাতে অংশ নেওয়া হাজারো মুসল্লি দুহাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান। তাঁদের ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।

গতকাল মঙ্গলবার দুপুরেই মোনাজাতের সময় ঘোষণা করেছিলেন ইজতেমা আয়োজকেরা। সে হিসাবে গতকাল রাত ও আজ বুধবার সকালে বিক্ষিপ্তভাবে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন মুসল্লিরা। তবে এ ধাপে জায়গা ফাঁকা থাকায় বেশির ভাগ মুসল্লিই অবস্থান করেন ইজতেমা মাঠের ভেতর। মাঠের বাইরে সড়কে মানুষের তেমন ভিড় ছিল না।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী