দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ০৪:৩০

ঘন কুয়াশায়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শ‌নিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফে‌রি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে নদীর দুই পাড়ে নদী পা‌ড়ে শত শত যানবাহন অপেক্ষমান রয়েছে।

এর আগে, শনিবার সন্ধ্যা থেকে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থাকে। পরে রাত সা‌ড়ে ১০টার দি‌কে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে বিআইড‌ব্লিউটি‌সি কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘা‌ট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমা‌নে এই রু‌টে ছোট-বড় ১২৫টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে। এছাড়া দৌলত‌দিয়া প্রা‌ন্তেও ৬টি ফে‌রি র‌য়ে‌ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী