দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৩:৫২

বইমেলা উপলক্ষ্যে ঢাবি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের কড়াকড়ি শিথিল

বইমেলা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাবি কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বইমেলায় আগত ক্রেতা এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাবি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড থাকবে না।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ যানবাহনের প্রবেশ এবং পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবক দল ট্রাফিক বিভাগকে সার্বিক সহায়তা করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী