মেডিকেলে সুযোগ পাওয়া লক্ষ্মীপুর জেলার কমলনগরের অদম্য মেধাবী শিমা আক্তারের ভর্তিপ্রক্রিয়া শেষ করতে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আজ মঙ্গলবার জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিমার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। টাকার অভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া এ মেধাবী শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।
শিমা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের আলী আহমেদের মেয়ে। পরিবারে ছয় ভাই–বোনের মধ্যে তিনি পঞ্চম। মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পান তিনি।
ভর্তির টাকা পেয়ে আনন্দিত শিমা আক্তার বলেন, ‘মেডিকেলে পড়া আমার স্বপ্ন ছিল। কিন্তু টাকার অভাবে ভর্তি হওয়াটা ভেস্তে যেতে বসেছিল। এখন ভর্তির সমস্যা দূর হওয়ায় সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
শিমার মা আয়েশা বেগম জানান, তাঁর দুই ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালান। অভাবের সংসারে টানাপোড়েনের মধ্যে শিমা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পান, কিন্তু টাকার অভাবে সে স্বপ্নও ভেস্তে যেতে বসেছিল। এমন সময় জেলা প্রশাসক এগিয়ে এলেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি নিয়ে আশঙ্কায় ছিল পরিবার। বিষয়টি আমাদের নজরে আসামাত্রই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছি। প্রাথমিকভাবে তার ভর্তিসহ আনুষঙ্গিক খরচের জন্য ২০ হাজার টাকা সহায়তা করেছি। এ ধরনের সহায়তা জেলা প্রশাসন থেকে অব্যাহত থাকবে।’