দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৩:৫২

টঙ্গীর ইজতেমা মাঠে প্রস্তুতি চলছে, আসতে শুরু করেছেন মুসল্লিরা

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে গাট্টিবোঁচকা নিয়ে ইজতেমা মাঠের নির্ধারিত জায়গায় (খিত্তা) প্রবেশ করেন মুসল্লিরা। আজ বেলা ১১টার দিকে

প্রথম পর্বের ‘বিশ্ব ইজতেমা’ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়ে রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। একে ঘিরে আজ মঙ্গলবার সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের আনাগোনা দেখা গেছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে দেখা যায়, এরই মধ্যে প্রস্তুত হয়েছে মাঠের বেশির ভাগ অংশ। পোঁতা হয়েছে বাঁশের খুঁটি। টানানো হয়েছে চটের শামিয়ানা। সেখানে জমায়েত হচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা। গাট্টিবোঁচকা নিয়ে মাঠের নির্ধারিত জায়গায় (খিত্তা) আপাতত অবস্থান করছেন তাঁরা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী