দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৪:৫৫

আগামী নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে: ইসি সানাউল্লাহ

রংপুরে আজ রোববার সকালে মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে ইভিএমে ভোট না নেওয়ার বিষয়ে বলেছে। জাতীয় নির্বাচনে আমরা ইভিএমে নেব না, এ সিদ্ধান্ত আমরা নিয়েছি।’

আজ রোববার সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কাযক্রম-২০২৫ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত এ মতবিনিময় সভা রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাযালয়ে অনুষ্ঠিত হয়।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন সম্পন্ন করা। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি সংসদীয় নির্বাচনকে সামনে রেখে করছি। আর স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে আগে বা পরে, সে অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’

প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বর্তমানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষপাতের সুযোগ নেই। তাই সব প্রার্থীকে সমভাবে দেখা হবে। কারও দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন।

বিশেষ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নির্বাচন কমিনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার তিন দিন আগে একটি সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন, আমাদের তফসিল ঘোষণা পযন্ত দেখতে হবে সার্বিক রাজনীতি বা বিচারিক প্রক্রিয়া কোথায় দিতে দাঁড়ায়। সে সময় যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে ভোট অনুষ্ঠিত হবে।’

ভোটার তালিকায় নারীদের অন্তর্ভুক্তি কম হচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, পোশাক কারখানা বা অন্য কর্মস্থলে থাকার কারণে নারীরা তালিকাভুক্তি হতে পারছেন না। অনেক তরুণী বাবার বাড়িতে তালিকাভুক্তি হতে চান না। তাঁদের সচেতন করতে হবে। কারণ, ভোটার তালিকার সঙ্গে একজন নাগরিকদের পরিচয়সহ অধিকারের ব্যাপার আছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও সহযোগিতা নেওয়ার নির্দেশ দেন নির্বাচন কর্মকর্তাদের।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী