ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান। গতকাল বুধবার ব্যাংকটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আবদুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তিনি এশিয়া প্যাসিফিক ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ‘দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন। এ ছাড়া সরদার প্যাটেল অ্যাওয়ার্ড-২০১৬, ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০১৩, রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০১২–এ ভূষিত হয়েছেন তিনি।
মোহাম্মদ আবদুল মান্নান দেশ–বিদেশে বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করেন। ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকলেও শিগগিরই এই সংকট কাটিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একটি সুদৃঢ় ও গ্রাহকবান্ধব ব্যাংকে রূপান্তরিত হবে। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে অংশীদারত্বের সম্পর্ক বিরাজমান। এই সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যাংকটি দেশের অন্যতম শরিয়াহ ব্যাংকে উন্নীত হবে। গ্রাহকের আমানতের সুরক্ষা ও আস্থা রক্ষায় ব্যাংকের প্রতিটি স্তরে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. রাগিব আহসান। বিজ্ঞপ্তি