দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৩

ডাক অধিদপ্তরে কাঠামোগত সংস্কার করা হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম

উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সৌজন্যে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ডাক অধিদপ্তর মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল। তাই প্রতিষ্ঠানটিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে। এখানে কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানো হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তারা অনেক কাজ করছে, কিন্তু মানুষ সেগুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে।

অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সেবা দিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটেছে, জনগণ রক্ত দিয়েছে, তা যেন ভুলে না যাওয়া হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান বলেন, ডাক বিভাগে প্রশাসনিক কাঠামো সংস্কারের প্রয়োজন রয়েছে। বিশ্ব খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে। সেবাগুলো অতি দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন।

মতবিনিময় অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট