দ্যা নিউ ভিশন

মার্চ ৩১, ২০২৫ ১৫:৪৭

রাতে যশোরের ফুটপাতে আড্ডায় উপদেষ্টা সাখাওয়াত, নিলেন পিঠাপুলির স্বাদ

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে পাশে পেয়ে অনেকেই ছবি তোলেন তাঁর সঙ্গে। গতকাল শুক্রবার রাতে যশোর শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন যশোর শহরের ফুটপাতে সাধারণ মানুষের সঙ্গে আড্ডা দিয়েছেন। সেখানে বসে পিঠাপুলি খেতে খেতে মানুষের সঙ্গে কথা বলা, শহরটি ঘিরে তাঁর পুরোনো দিনের স্মৃতির রোমন্থন করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কের পাশে বসে আড্ডা দেন তিনি।

খোলামেলা আলাপে যশোরকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলা, তরুণসমাজের হতাশা নিরসনে কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় পিঠাপুলিকে রপ্তানিমুখী পণ্যে রূপান্তর, জিআই পণ্য খেজুর গুড়সহ অনেক বিষয় আড্ডার অনুষঙ্গ হিসেবে উঠে আসে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন যশোরে আসেন। গতকাল সকালে যশোর বিমানবন্দরে নেমে বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে যান। রাতে যশোর শহরে ফিরে সার্কিট হাউসে রাত যাপন করেন। আজ শনিবার তিনি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে যশোরে ফিরে রাত যাপন করে আগামীকাল রোববার ঢাকা ফিরবেন তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী