দ্যা নিউ ভিশন

মার্চ ৩১, ২০২৫ ১৫:৪৫

জমি নিয়ে বিরোধের জেরে ৫ আগস্ট কৃষক খুন, ৪ মাস পর লাশ উত্তোলন

কৃষক খোরশেদ আলম

কুমিল্লার লালমাই উপজেলায় জমি–সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ আগস্ট খুন হন খোরশেদ আলম (৫৫) নামের এক কৃষক। স্বজনদের দাবি, দেশের অস্থিতিশীল অবস্থায় ওই সময় কোনো ধরনের পুলিশি সহায়তা পায়নি তাঁরা। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করতে হয়েছিল। তবে এর প্রায় চার মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার মরদেহটি কবর থেকে তোলা হয়েছে।

খোরশেদ আলম উপজেলা বেলঘর উত্তর ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলি আদালতে চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন তাঁর ছেলে ইমরান হোসেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী