দ্যা নিউ ভিশন

এপ্রিল ২, ২০২৫ ০৭:৫৬

শেরপুরের শত বছরের ঐতিহ্য ছানার পায়েস এখন জিআই পণ্য

শেরপুরের ছানার পায়েস

শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরিত জিআই নিবন্ধন সনদ শেরপুর জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, তুলসীমালা চালের পর এবার শেরপুর জেলার ঐতিহ্যবাহী ছানার পায়েসকে ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে দুগ্ধজাত খাদ্য হিসেবে পরিচিত ছানার পায়েস কৃষিনির্ভর শেরপুর জেলার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের সব জেলাসহ সরকারের অনুমতি সাপেক্ষে এই মিষ্টি বিদেশেও রপ্তানি করা সহজতর হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী