দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৭, ২০২৪ ১৬:৪০

র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ১১ শিক্ষার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১টি নোটিশ প্রদান করা হয়।

নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। তাঁদের বিরুদ্ধে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কিছু নবীন শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ রয়েছে।

নোটিশে জানানো হয়, ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চুয়েটের প্রধান ফটকের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে ২৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করা হয়, যাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্ত কমিটি ১১ জনকে অভিযুক্ত করেছে এবং নোটিশে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, নবীন শিক্ষার্থীদের সহায়তা করা উচিত, তবে র‍্যাগিং একটি অমানবিক আচরণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। অভিযোগের ভিত্তিতে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে, এবং সঠিক তদন্তের পর তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আইনজীবী হত্যায় আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন