দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৭, ২০২৪ ১৬:৪৬

টেকনাফ সীমান্তে আবারও রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নাফনদীর পূর্ব পাশে মিয়ানমার সীমান্তফাইল ছবি

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন বলেন, রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে সংঘাত অনেক বেড়ে গেছে। এ কারণে মংডু শহরের পশ্চিম সীমান্তের টেকনাফ পৌরসভা, সাবরাং ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, কখনো শান্ত, আবার কখনো বিস্ফোরণ—এভাবে চলছে। গতকাল রাত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রাতভর বিস্ফোরণ এর আগে এমন তীব্র ছিল না। সীমান্ত এলাকার মানুষ সারা রাত জেগে কাটিয়েছে।

সীমান্ত এলাকার লোকজন ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, কিছুদিন বন্ধ থাকার পর সীমান্তের ওপারে আবার সংঘাত শুরু হয়। এর পর থেকে টেকনাফে ক্রমাগত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সর্বশেষ গতকাল রাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত আবারও বিস্ফোরণের বিকট শব্দ হয়েছে।

সাবরাং ইউপির চেয়ারম্যান নূর হোসেন বলেন, কয়েক দিন বন্ধ থাকার পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিকট শব্দের কারণে বাড়িঘরে বসবাস করা যাচ্ছে না। এখানকার মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এভাবে আর কত দিন!

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী বলেন, মিয়ানমারের বোমা বিস্ফোরণের শব্দে টেকনাফের বাড়িঘর কেঁপে উঠছে। স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও এই সুযোগে যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তে বিজিবি–কোস্টগার্ডের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আইনজীবী হত্যায় আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন