দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৬, ২০২৪ ১৬:৪৯

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে “চিকনা আক্কাস” নামে পরিচিত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আক্কাস আলী (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সাড়ে আটটার দিকে উপজেলার যাত্রাগাছি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আক্কাস আলী গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামের বাসিন্দা এবং কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়ভাবে তিনি “আক্কাস মাস্টার” বা “চিকনা আক্কাস” নামেই পরিচিত।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আক্কাস মাস্টার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যদিও দলীয় কোনো পদে না থাকলেও তিনি সব সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, আক্কাস মাস্টার পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী এবং তার বিরুদ্ধে হামলা, প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার এবং পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আক্কাস মাস্টার ভবানীগঞ্জ এলাকায় দেশি অস্ত্র নিয়ে হামলা চালান এবং গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনছুর রহমানকে গুলি করার ঘটনায় তিনি জড়িত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে “চিকনা আক্কাস” নামে পরিচিত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আক্কাস আলী (৫০)