দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২০:৩৮

টাঙ্গাইলে তিনটি মামলায় ১৫ দিন রিমান্ডে থাকার পর সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক কারাগারে পাঠানো হয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেছবি: প্রথম আলো

টাঙ্গাইলে দুটি হত্যা মামলাসহ তিনটি মামলায় তিন দফায় মোট ১৫ দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক মাহমুদুল মোহসীন আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাঁকে আদালত থেকে প্রিজন ভ্যানে করে টাঙ্গাইল জেলা কারাগারে নেওয়া হয়।

গত ৪ আগস্ট মধুপুর থানায় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ৫ আগস্ট টাঙ্গাইল শহরে গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, ৩ আগস্ট মির্জাপুরে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলা ও ৪ আগস্ট মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি মামলায় আব্দুর রাজ্জাকের ২১ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল, তবে আদালত ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়ার পর ১১ নভেম্বর প্রথমে তাঁকে টাঙ্গাইল সদর থানায় মারুফ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে পাঁচ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৫ নভেম্বর ইমন হত্যা মামলায় তাঁকে মির্জাপুর থানায় নেয়া হয় এবং ২০ নভেম্বর মধুপুর থানায় পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়।

টাঙ্গাইল পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক মারুফ হত্যা, ইমন হত্যা এবং মধুপুরে হামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি এসব মামলায় আদালতে জবানবন্দি দেবেন না বলেও পুলিশকে জানিয়েছেন।

আব্দুর রাজ্জাকের আইনজীবী, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বারের সভাপতি এ কে এম শামীমুল আক্তার জানিয়েছেন, তাঁরা এখনও জামিনের আবেদন করেননি, তবে আগামী শুনানির দিন জামিনের আবেদন করবেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ