দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৫

বসুন্ধরার এমডিসহ অন্যদের অব্যাহতির বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

কলেজছাত্রী মোসারাত জাহান ওরফে মুনিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আটজনকে অব্যাহতি–সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

মোসারাত ধর্ষণ ও হত্যা মামলায় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে ২০২২ সালের ১৯ অক্টোবর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এর বিরুদ্ধে মোসারাতের বোন নুসরাত জাহান আদালতে নারাজি আবেদন করেন। নারাজি আবেদন নামঞ্জুর করে গত ২০ মার্চ চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক। একই সঙ্গে আসামি সায়েম সোবহানসহ আটজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। আদালতের এই আদেশের বিরুদ্ধে ৮ মে হাইকোর্টে আপিল করেন মামলার বাদী।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট