দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:২৬

অতি প্রয়োজনীয় কিছু সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। আজ মঙ্গলবার সচিবালয়েছবি: প্রথম আলো

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, খুবই জরুরি কিছু সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বিগত ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে? নির্বাচন কবে হবে?’’

এ বিষয়ে আসিফ নজরুল বলেন, “এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে আপনাদের জানাতে চাই, আমরা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করব। আমাদের একমাত্র লক্ষ্য হলো, আগের মতো কোনো ভুয়া নির্বাচন আর অনুষ্ঠিত না হওয়া এবং বিজয়ীরা যেন আবার সেই ভুয়া নির্বাচন করতে না পারেন। এই ছাড়া আর কোনো স্বার্থ নেই।”

তিনি আরও বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারে থাকা বেশিরভাগ সদস্যই দ্রুত নিজেদের পেশায় ফিরে যেতে আগ্রহী।’’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ