দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:০৬

পাবনায় জিন-ভূত সাড়ানোর নামে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক কথিত কবিরাজকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

থিত কবিরাজ রেজাউল করিমছবি: প্রথম আলো

পাবনার আটঘরিয়া উপজেলায় জিন-ভূতের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে এক ভুয়া কবিরাজকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তের নাম রেজাউল করিম (৫০), তিনি উপজেলা সদরের ধলেশ্বর গ্রামের বাসিন্দা।

আজ সোমবার সকাল ১১টায় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলাম নেতৃত্বে অভিযান চালিয়ে রেজাউল করিমের বাড়ি থেকে বিভিন্ন ভৌতিক সরঞ্জাম জব্দ করা হয়। এসবের মধ্যে পাঁচটি মানুষের মাথার খুলি, ত্রিশূল, সিঁদুর এবং অন্যান্য উপকরণ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম দীর্ঘদিন ধরে জিন-ভূতের মাধ্যমে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি ভাঙা প্রেম, ভাঙা সংসার জোড়া লাগানো, মনের মানুষ খুঁজে দেওয়া, নিঃসন্তান নারীদের সন্তান দেওয়ার মতো ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সর্বরোগের চিকিৎসা করতেন। বিনিময়ে তিনি নগদ টাকা, গরু, ছাগল, মুরগি ইত্যাদি নিয়ে প্রতারণা করতেন।

আজ সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএনও নাহারুল ইসলাম অভিযানে যান এবং তাঁর বাড়িতে এসব ভুয়া চিকিৎসার সরঞ্জাম উদ্ধার করেন। ভ্রাম্যমাণ আদালত ওই একই দিনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় রেজাউল করিমকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও মো. নাহারুল ইসলাম বলেন, “গ্রামের সাধারণ মানুষ সহজে বিশ্বাস করে, এবং রেজাউল করিম তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতে তাঁর প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন এবং পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ