সিলেটে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় পুলিশের এক সদস্য গ্রেপ্তার
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের একটি দল।
গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম উজ্জ্বল সিংহ। তিনি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন শাখায় কর্মরত, তবে এর আগে তিনি সিলেট কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পুলিশ সদস্যকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, উজ্জ্বল সিংহকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় এবং আজ দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পিবিআই সিলেটের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন বলেন, সরকারি নির্দেশনা অনুসারে, সরকারি কর্মচারী উজ্জ্বল সিংহের বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার রিমান্ড মঞ্জুর করায় জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
গত ১৯ জুলাই, সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এ টি এম তুরাব পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। বিএনপি সমর্থিত আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করলে পুলিশ গুলি চালায়, এতে তুরাব গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রাথমিকভাবে পুলিশ বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে, তবে তুরাবের বড় ভাই অভিযোগ করার পর এটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত হয়। অভিযোগে তিনি কয়েকজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছিলেন। পরবর্তীতে, ১৯ আগস্ট আদালতে তুরাব হত্যা মামলা দায়ের হয়, যেখানে সিলেট মহানগর পুলিশের তৎকালীন উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি), কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়, এবং এখন পর্যন্ত তদন্ত চলছে।