দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:২৯

প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিলেন ৫৬ জন মিয়ানমার নাগরিক।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন মিয়ানমারের ৫৬ নাগরিক, যারা চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সদস্য।

আজ সোমবার সকালে তাঁরা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের কাছে অবস্থান করছেন। এদের মধ্যে অন্তত ২১ জন নারী ও শিশু রয়েছে।

তারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ১০ মাস ধরে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) সংঘর্ষ চলছে। বর্তমানে বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। গোলাগুলি, মর্টার শেল এবং বিমান হামলায় তাদের বসতিগুলি ধ্বংস হয়েছে। প্রাণ বাঁচাতে তারা নাইক্ষ্যংছড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। রাখাইন রাজ্যে তাঁরা জুমচাষ করে জীবনধারণ করতেন।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন প্রথম আলোকে জানান, “আজ সকালে ৫৬ জন মিয়ানমারের নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। সবাই চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সদস্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে তাঁদের ফেরত পাঠানো হবে কিনা, তা নির্ধারিত হবে।”

এদিকে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, “এই ৫৬ জনকে কুতুপালং আশ্রয়শিবিরের পাশে নিরাপদে রাখা হয়েছে। বিজিবি এবং পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করছে। উপজেলা প্রশাসন এবং বিজিবি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আলোচনা করছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ