রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। দুপুরের পর প্রথম দফায় সড়ক ছেড়ে দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁরা মহাখালীতে কলেজের সামনে সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। দুপুরে, ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গেলে, তারা প্রায় ৪টা পর্যন্ত সড়ক ছেড়ে দেন।
এসময়, প্রতিনিধি দলের সদস্যরা জানান, সচিবালয়ে দুজন উপদেষ্টা, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এর সঙ্গে আলোচনা হয়। তবে সেখানে কোনো সমাধান হয়নি। উপদেষ্টারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়ে জানানো হবে। এখনো সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের কোনো ঘোষণা না আসায়, শিক্ষার্থীরা অস্পষ্ট অবস্থায় রয়েছে। এই অবস্থায় তারা পুনরায় সড়ক অবরোধ করেন এবং সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত জানাতে দাবী জানান। একই দাবিতে, সচিবালয়ের সামনে আমরণ অনশনে বসেছেন প্রতিনিধি দলের সদস্যরা।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী বলেন, “শিক্ষার্থীরা আবারও সড়কে নেমেছে, এমন সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানানো হবে।”
এর আগে, সকালে সোয়া ১১টার দিকে প্রায় দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এর ফলে মহাখালী থেকে শাহজালাল বিমানবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যা সাধারণ জনগণের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করে। অবরোধ চলতে থাকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর, আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যান, কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টার পর আবারও সড়ক অবরোধে বসেন।