দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২১:৫২

আওয়ামী লীগের আসল চরিত্র উন্মোচনে ব্যর্থ হলে, একটি নতুন অভ্যুত্থান জরুরি হবে: আরিফ সোহেল

সিলেটে ‘ছাত্র-জনতার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল। আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেছবি: আনিস মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, ‘‘আমরা চূড়ান্ত লড়াইয়ে এখনো বিজয়ী হতে পারিনি। যদি আওয়ামী লীগের নোংরা চরিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচন করতে ব্যর্থ হই, তবে আগামী ২০ বছরের মধ্যে আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হবে। এটা হতে দেওয়া যাবে না। আমরা চাই না আমাদের সন্তানেরা আবারও রক্ত ঝাঁকিয়ে বিপ্লব করুক।’’

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত ‘ছাত্র-জনতার সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ও সিলেটের ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আরিফ সোহেল আরও বলেন, ‘‘ফ্যাসিবাদকে বিদায় দিতে চাইলে বিপ্লবীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নতুন চিন্তা, নতুন ভাষা এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রস্তাবনা নিয়ে এসেছে। আমরা ফ্যাসিবাদকে একেবারে কবর দিতে চাই, যাতে এটি আর কখনও ফিরে না আসে। আমরা এমন এক রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি, যেখানে ফ্যাসিবাদ টিকতে পারবে না, কারণ এ ব্যবস্থায় ফ্যাসিবাদের জন্য কোনো অক্সিজেন থাকবে না।’’

১৯৭২ সালে দেশের বিশেষ পরিস্থিতিতে সংবিধান প্রণয়ন করা হয়েছিল বলে উল্লেখ করে আরিফ সোহেল বলেন, ‘‘২০২৪ সালে যে লড়াই হচ্ছে, তাতে দেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, সেটিই হবে আমাদের দেশের নতুন সংবিধান। যেখানে ক্ষমতার জন্য চার বছর পরপর খুনোখুনি হবে না, যেখানে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারব। তেমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সংগঠিত হতে হবে।’’

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দিতে সংবিধান সংস্কার নয়, বরং নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। তাঁরা দাবি করেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার গণভোট আহ্বান করুক এবং তা জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদার ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নে পদক্ষেপ নিক। ছাত্র-জনতা তাদের এ আন্দোলনকে সমর্থন জানাবে। শুধু ক্ষমতা বা নির্বাচনের জন্য নয়, গণ-অভ্যুত্থান হবে দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজি, লুটপাট মুক্ত বাংলার জন্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামে এগিয়ে আসতে হবে।’’

সমাবেশে সিলেটের সমন্বয়ক ফয়সল হোসেনের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের সমাপনী বক্তব্যে সমাবেশ শেষ হয়। এর আগে, অনুষ্ঠান শুরুতে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করা হয় এবং দেশাত্মবোধক গানের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ