সংগীতশিল্পী রাহিদা লগ্না তার নতুন মৌলিক গান ‘কেমনে তোরে ভুলি’ নিয়ে আসছেন শ্রোতাদের সামনে। গানের কথাগুলি লিখেছেন রজিব এলিন, সুর ও কম্পোজিশন করেছেন মুরাদ নূর, এবং সংগীত আয়োজনে ছিলেন মুশফিক লিটু। গানের ভিডিওতে অভিনয় করেছেন সায়েম আহমেদ সফল ও সামিয়া হোসেন, এবং ভিডিওটির পরিচালনা করেছেন রাফি হিমাদ্রি। গানটি সম্পর্কে রাহিদা লগ্না বলেন, “এমন একটি গান করতে পেরে আমি খুব আনন্দিত। কথার, সুরের এবং মিউজিকের সমন্বয়ে শ্রোতারা একটি দারুণ গান উপভোগ করবেন, আমি আশা করি তারা এটি পছন্দ করবেন।”
ছোটবেলা থেকেই সংগীতচর্চা করা লগ্না তার প্রথম সংগীতগুরু হিসেবে পেয়েছিলেন শ্রী স্বপন কুমার সাহাকে। এরপর দীর্ঘদিন চাচা রাশেদুল ইসলাম খোকনের কাছ থেকে গানের প্রশিক্ষণ নেন। পরে জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ সংগীত থেকে গানের শিক্ষা গ্রহণ করেন। ঢাকায় নজরুল ইনস্টিটিউট থেকেও সংগীতচর্চা করেছেন। এর আগে তিনি ‘সরল’ ব্যান্ডের সদস্য হিসেবে গান করেছেন এবং তার কণ্ঠে ‘দেহতরী’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও ‘জল’, ‘ভালো হবে না রে ফল’, ‘আমায় পাগল বানাইয়া দিয়া গেলি’ মতো গানগুলোও প্রকাশ পেয়েছে।