দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:০১

এ বছর লতিফুর রহমান পুরস্কার লাভ করেছেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া।

এ কে এম জাকারিয়ার হাতে লতিফুর রহমান পুরস্কার তুলে দেন প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ শুক্রবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলেছবি: তানভীর আহম্মেদ

প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে চালু করা বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া।

আজ শুক্রবার, প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত প্রীতি সম্মিলনীতে এ পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরস্কারের মধ্যে ছিল পাঁচ লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সনদ। পুরস্কারটি প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এ কে এম জাকারিয়ার হাতে তুলে দেন।

২০২১ সালে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এটি এবারের চতুর্থ পুরস্কার প্রদান। এর আগে এই পুরস্কার পেয়েছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম (প্রথম বারের পুরস্কার, ২০২১), যুগ্ম সম্পাদক সোহরাব হাসান (দ্বিতীয় পুরস্কার, ২০২২), এবং বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল (গত বছর, ২০২৩)।

এ কে এম জাকারিয়া প্রথম আলোতে পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকেই কর্মরত। বর্তমানে তিনি সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ