দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৬

পুনরায় আগের নিয়মে অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা।

আগের নিয়মে ফিরে আসছে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর আলাদা বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছিল। একসময় এই দুটি শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হতো, যার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তি পেতেন।৫ আগস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ বাতিল করে এবং ২০১২ সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি পুনরায় চালু করে। এর ফলে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। তাই, আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে পুরোনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার (পিইসি) আগে পৃথক বৃত্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে বলেছেন, “এটা নতুন কিছু নয়, আগের নিয়মেই ফিরে আসা হচ্ছে। পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা দিতে বাধ্য করা হবে না, যারা এতে অংশ নিতে চান, কেবল তাদেরই পরীক্ষার সুযোগ দেওয়া হবে।”

 

তবে শিক্ষাসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বৃত্তি পরীক্ষা চালু হলে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ বাড়বে এবং কোচিং ও গাইড ব্যবসা আরও বৃদ্ধি পাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট