সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনা হয়। এর পরপরই থানার সামনে ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা এলাকায় গুলিতে আহত হয়ে মারা যান কলেজছাত্র ইমন। ওই ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি হিসেবে আব্দুর রাজ্জাকের নাম উঠে আসে। মামলার তদন্তের জন্য পুলিশ ১১ নভেম্বর তাকে পাঁচ দিনের রিমান্ডে আনার আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যখন আব্দুর রাজ্জাককে রিমান্ডে নিয়ে আসা হয়, তখন খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে বেলা সাড়ে তিনটার দিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা মির্জাপুরের পুরোনো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করেন। তারা সড়ক প্রদক্ষিণ করে থানার ফটকে কিছু সময় অবস্থান নেন এবং আব্দুর রাজ্জাকের ফাঁসির দাবিতে স্লোগান দেন। পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন, যেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী সহ স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভের পর তারা পুনরায় একটি মিছিল বের করে এবং বাইপাস বাসস্ট্যান্ডে কর্মসূচি শেষ করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, “আজ আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে মির্জাপুর থানায় আনা হয়েছে। তার রিমান্ড শেষ হবে আগামী মঙ্গলবার।”